দেশে একদিনে মৃত্যু ৩৪, শনাক্ত ১৯৭৩

0

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে চব্বিশ ঘণ্টায় আরও ৩৪ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ১০ হাজার ৮০১টি নমুনা পরীক্ষা করে সংক্রমণ ধরা পড়েছে ১ হাজার ৯৭৩ জনের শরীরে।

দেশে গত মার্চের শুরুর দিকে কভিড-১৯ এর সংক্রমণ শনাক্ত হওয়ার পর রোববার পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৩ হাজার ৯৪১ জনে।

আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২ লাখ ৯৪ হাজার ৫৯৮ জন। এর মধ্যে নতুন করে ৩ হাজার ৫২৪ জনসহ মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৭৯ হাজার ৯১ জন।

দেশের সবশেষ করোনা পরিস্থিতি নিয়ে রোববার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.