দেশে ক্রসফায়ারের নামে বিচারবহির্ভূত হত্যা চলছে: মাহবুব উদ্দিন খোকন

0

গতকাল শনিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের সংস্কারকাজের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সমিতির সাবেক সম্পাদক মাহবুব উদ্দিন খোকন তাঁর বক্তব্যে ক্রসফায়ারের নামে বিচারবহির্ভূত হত্যা চলছে উল্লেখ করে বলেন, দেশে এখন দুই ধরনের বিচার চলছে। একটা হচ্ছে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট ও নিম্ন আদালতের বিচার। আরেকটি হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ক্রসফায়ার। 

তিনি বলেন, ‘এক দেশে দুটি বিচারব্যবস্থা চলতে পারে না। মেজর সিনহার যে হত্যাকাণ্ড, এটি আউটব্লাস্ট। সব ক্রসফায়ারের ঘটনায় তদন্ত করা উচিত বলে মন্তব্য করে মাহবুব উদ্দিন এ বিষয়ে মন্ত্রী শ ম রেজাউল করিমকে ভূমিকা নেওয়ার আহ্বান জানান। শ ম রেজাউলও একসময় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ছিলেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com