বগুড়ায় ছাত্রলীগের ৫ নেতাকর্মীকে কুপিয়ে জখম করল আওয়ামী সদস্য তার ও লোকজন
বগুড়ার নন্দীগ্রামে দুর্বৃত্তদের হামলায় ছাত্রলীগ ও তাঁতী লীগের ৫ নেতাকর্মী আহত হয়েছেন।
শুক্রবার (২১ আগস্ট) রাতে উপজেলার কাথম বেরাগাড়ী এলাকায় এই হামলার ঘটনা ঘটে।
হামলায় আহতরা হলেন নন্দীগ্রাম পৌর ছাত্রলীগের সভাপতি মশিউর রহমান (২৬), উপজেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক তারেক মাহমুদ ডিউ (২৮), ছাত্রলীগ নেতা আবু তৌহিদ রাজিব (২৪), সোহানুর রহমান (১৮), আল জাহিদ (২৩)।
আহতদের বগুড়া জিয়াউর রহমান কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ছাত্রলীগ নেতা সোহানুর রহমানের অবস্থা আশঙ্কাজনক।
জানা গেছে, ২১ আগস্ট গ্রেনেড হামলার কর্মসূচি শেষে ছাত্রলীগ নেতা মশিউর রহমান ও আল-জাহিদ মোটর সাইকেল যোগে তানভীর আহম্মেদ তমালকে বাড়ি পৌঁছে দিতে যায়। পথিমধ্যে কাথম বেরাগাড়ী এলাকায় পৌঁছালে তাদের পথরোধ করে ইউপি সদস্য বুলু মিয়াসহ তার লোকজন কোপানো ও মারধর শুরু করে।
সংবাদ পেয়ে তাঁতী লীগের সাধারণ সম্পাদক তারেক মাহমুদ ডিউ, ছাত্রলীগ নেতা আবু তৌহিদ রাজিব, সোহানুর রহমান তাদের উদ্ধার করতে গেলে তাদেরকেও কুপিয়ে জখম করা হয়। এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে।