আওয়ামী লীগ মিথ্যা দিয়ে চরম সত্যকে চাপা দিতে চেষ্টা করছে

0

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, একুশ আগস্টের ঘটনাটা শেখ হাসিনাকে মারার চক্রান্ত ছিল না। এ চক্রান্ত ছিল জাতীয়তাবাদী শক্তির নেতৃত্বের কবর দেওয়া। এটা একটা রাজনৈতিক অস্ত্র হিসেবে বিএনপির ওপর প্রয়োগ করা হয়েছে। মিথ্যা দিয়ে সত্যকে চাপা দেওয়া হয়েছে। ওই দুর্ঘটনার মধ্য দিয়ে সামগ্রিক রাজনীতিকে দুর্ঘটনায় ফেলা হয়েছে। ২১ আগস্ট এ রকম একটি ঘটনা যা ১/১১-র  কোনো প্রি-অ্যারেঞ্জমেন্ট হতে পারে।

গতকাল সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

ঢাকা জেলা বিএনপির উদ্যোগে সদ্যপ্রয়াত সাবেক সভাপতি ও কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল মান্নানের স্মরণে এ আলোচনা সভা ও মিলাদ মাহফিল হয়। আলোচনা সভা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। গত ৪ আগস্ট রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাবেক মন্ত্রী আবদুল মান্নান।

ঢাকা জেলা সভাপতি দেওয়ান মো. সালাহউদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাকের পরিচালনায় আলোচনা সভায় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আবদুস সালাম, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী, আমিনুল ইসলাম, ধামরাই উপজেলা চেয়ারম্যান তমিজউদ্দিন আহমেদ ও প্রয়াত  নেতার একমাত্র মেয়ে ব্যারিস্টার মেহনাজ মান্নান বক্তব্য দেন।

গয়েশ্বর রায় বলেন, ২১ আগস্টের ঘটনার প্রকৃত দোষীরা এখনো বেঁচে আছে। তারা নিরাপদে বেঁচে আছে এবং ভালো আছে। তারা  দেশে আছে,  বাইরেও আছে। সেটা সরকারের গোয়েন্দা সংস্থার কারও অজানা থাকার  কোনো কারণ নেই। সেটা দেশি-বিদেশি গোয়েন্দারা যদি সম্মিলিতভাবে কাজ করে তাহলে এটা তাদের নখদর্পণে থাকার কথা। যেহেতু এটা একটি রাজনৈতিক হিসাব-নিকাশের ব্যাপার, সে কারণে আসল ঘটনা কখনো আলোর মুখ দেখবে না।

তিনি বলেন, ওয়ান ইলেভেনে ভিকটিম কে হয়েছে? বিএনপি হয়েছে, খালেদা জিয়া হয়েছে। ওয়ান ইলেভেনে লাভবান হয়েছে কে? শেখ হাসিনা এবং আওয়ামী লীগ। তাহলে বেনিফিশিয়ারি অব ডাউট যদি বলা হয়, ওয়ান ইলেভেনের মাধ্যমে বেনিফিটেড হয়েছে বিএনপির অতি মুখোমুখি প্রতিপক্ষ।

রিজভী আহমেদ বলেন, ২১ আগস্টের ঘটনা খুবই মর্মান্তিক। যারাই করুক তারা দুর্বৃত্ত। ওই ঘটনার সঙ্গে বিএনপিকে জড়ানো, তারেক রহমানকে জড়ানো- তখনই বোঝা যায় এটা একটা মাস্টার প্ল্যান। এ মাস্টার প্ল্যান শেখ হাসিনা জানতেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com