করোনায় মৃত্যু ৮ লাখ ছাড়াল

0

বিশ্বে প্রাণঘাতী করোনাভাইরাসে (কভিড-১৯) মৃত্যু আট লাখ ছাড়িয়ে গেছে। আক্রান্ত ছাড়িয়ে গেছে ২ কোটি ৩১ লাখ।

শনিবার সকালে ওয়ার্ল্ডো মিটারের তথ্য অনুযায়ী, করোনায় মৃত্যু দাঁড়িয়েছে ৮ লাখ ৩ হাজার ২০০ জন।

একই সময়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৩১ লাখ ১৭ হাজার ৮১৩ জনে। করোনা থেকে এ পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ১ কোটি ৫৭ লাখ ১০ হাজারের মতো।

বৈশ্বিক তালিকায় ১ লাখ ৭৯ হাজার ২০০ মৃত্যু নিয়ে শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। দেশটিতে আক্রান্ত প্রায় ৫৮ লাখ। আক্রান্ত ও মৃতের তালিকায় দ্বিতীয় স্থানে আছে ব্রাজিল। দেশটিতে মারা গেছেন ১ লাখ ১৩ হাজারের বেশি। আক্রান্ত ছাড়িয়েছে ৩৫ লাখ ৩৬ হাজারের বেশি।

প্রায় ৬০ হাজার মৃত্যু নিয়ে তালিকায় তৃতীয় স্থানে আছে মেক্সিকো। করোনাভাইরাসের নতুন হটস্পট ভারতে এখন পর্যন্ত মারা গেছেন ৫৬ হাজারের মতো। দেশটি রয়েছে চতুর্থ স্থানে। অবশ্য ৩০ লাখের কাছাকাছি আক্রান্ত নিয়ে তৃতীয় অবস্থানে আছে বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশটি।

এদিকে করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান তেদ্রোস আধানম গাব্রিয়েসাস আধানম বলেন, ‘আমরা আশা করছি দুই বছরের কম সময়ের মধ্যে আমরা এই মহামারি নির্মূল করব।’

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com