বাংলাদেশ দুইটি ভাইরাসে আক্রান্ত এক আওয়ামী লীগ ভাইরাস, দুই করোনা ভাইরাস: মওদুদ

0

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেন, ‘বাংলাদেশ দুইটি ভাইরাসে আক্রান্ত। একটা হচ্ছে আওয়ামী লীগ ভাইরাস, আরেকটা হচ্ছে করোনা ভাইরাস।

তিনি বলেন, আওয়ামী ভাইরাসে আমাদের দেশের রাজনীতি গত ১১ বছর আক্রান্ত। এই ভাইরাস আমাদেরকে জর্জরিত করেছে। আমাদের ৩৫ লক্ষ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দেয়া আছে, মামলার সংখ্যা এক লক্ষের উপরে চলে গেছে। চিন্তা করে দেখেন এই সরকার বিএনপিকে নিঃশেষ করে দেয়ার জন্য কত না চেষ্টা করেছে, কিন্তু তারা দলের শক্তিকে কিছুই করতে পারেনি।’

গতকাল বুধবার স্বেচ্ছাসেবক দলের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীর ভার্চুয়াল আলোচনায় অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য এসব কথা বলেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com