আওয়ামী লীগ গণতন্ত্রকে হরণ করেছে, বাক স্বাধীনতা হরণ করেছে: খন্দকার মোশাররফ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘শহীদ জিয়া বিএনপির অঙ্গসংগঠনগুলো প্রতিষ্ঠা করেছিলেন এজন্য যে, এসব সংগঠন দলের ভ্যানগার্ড হিসেব কাজ করবে। আওয়ামী লীগ গণতন্ত্রকে হরণ করেছে, বাক স্বাধীনতা হরণ করেছে। মানুষ সত্য কথা বলতে পারছে না। সত্য আজকে মিথ্যার কাছে ধামাচাপা পড়ে গেছে। এই অবস্থা থেকে উত্তরনে বিএনপির নেতৃত্বে গণতন্ত্র ফিরিয়ে আনতে যে লড়াই-সংগ্রাম চলছে তাতে আমাদের অঙ্গসংগঠনগুলোকে ভ্যানগার্ড হিসেবে কাজ করার প্রস্ততি নিতে হবে।’
গতকাল বুধবার স্বেচ্ছাসেবক দলের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীর ভার্চুয়াল আলোচনায় অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য এসব কথা বলেন।