মোশতাকের ২৩ মন্ত্রীর ২২ জনই ছিলেন আওয়ামী-বাকশালের মন্ত্রিসভার সদস্য: আমির খসরু
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের সঙ্গে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বেনেফিশিয়ারি হওয়ার কোনো সুযোগ নেই।
তিনি বলেন, শহীদ জিয়াউর রহমানের চরিত্র হনন করতে গিয়ে তারা যে কাজটা করতে যাচ্ছে এটা তাদের জন্য বুমেরাং হচ্ছে। কারণ জিয়াকে নিয়ে যে রাজনীতি তারা করতে চায় তাহলে থলের বিড়াল যখন বেরিয়ে আসবে তাদের অপরাজনীতি গুম খুন হত্যা মিথ্যা মামলা গণতন্ত্র হরণ অর্থনীতি ধ্বংস দুর্ভিক্ষ সব কিছু বেরিয়ে আসবে।
আমির খসরু মাহমুদ চৌধুরী আরো বলেন, একটা কর্তৃত্ববাদী সরকার তারা একটা ডিপ স্ট্রেট তৈরি করেছে। এসব কিছু করার পরেও তারা দেখছে কোন কাজ হচ্ছে না।
গতকাল বুধবার স্বেচ্ছাসেবক দলের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীর ভিডিও আলোচনায় অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য এসব কথা বলেন।