শিশুকন্যার মুখে বিষ তুলে দেয়া সেই মা মারা গেছেন
ফরিদপুরে নগরকান্দায় স্বামীর ওপর অভিমান করে এক গৃহবধূ তার শিশুকন্যার মুখে বিষ তুলে দিয়ে নিজেও বিষপান করেছিলেন।
সেই গৃহবধূ শুক্রবার রাত সোয়া ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় বিষ পান করে অসুস্থ হওয়া মা মৌসুমী আজাদ ও তার আট বছরের মেয়ে ফায়জাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
মৌসুমীর অবস্থা অবনতি হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।
নিহত মৌসুমী আজাদের স্বামী লিটন মোল্লার চাচাতো ভাই বদরুজ্জামান তারা মোল্লা জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত সোয়া ৯টার দিকে মৌসুমীর মৃত্যু হয়েছে। শিশু ফায়জা বর্তমানে সুস্থ আছে বলেও জানান তিনি।
প্রসঙ্গত বৃহস্পতিবার বিকেলে নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ভবুকদিয়া গ্রামের লিটন মোল্লার স্ত্রী মৌসুমী আজাদ তার ৮ বছরের মেয়ে ফায়জাকে ‘এই ওষুধ খেলে শরীরে শক্তি বাড়বে’ বলে বিষ খাওয়ান। এরপর নিজেও তা পান করেন।