শ্রিংলার সাথে বৈঠকের বিষয়বস্তু প্রকাশের দাবি বিএনপির

0

ভারতের পররাষ্ট্রসচিব হর্ষ বর্ধন শ্রিংলার আকস্মিক ঢাকা সফরে সরকারের সাথে যে আলোচনা হয়েছে তা জনগণের সামনে প্রকাশের দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

বুধবার (১৯ আগস্ট) জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ দাবি করেন।

ভারতের পররাষ্ট্রসচিব হর্ষ বর্ধন শ্রিংলার আকস্মিক ঢাকা সফর বিএনপি কীভাবে দেখছে জানতে চাইলে নজরুল বলেন, আমাদের পার্শ্ববর্তী দেশের পররাষ্ট্রসচিব, তিনি আসতেই পারেন আমাদের দেশে যেকোনো সময়। কিন্তু তিনি এসে কী কথা বলেছেন, এটা ছিল গোপন। এখানে আপনারা উপস্থিত ছিলেন না, আমরা উপস্থিত ছিলাম না। কী আলোচনা হয়েছে এ সম্পর্কে আমরা ডিটেইলস জানিও না। পত্রপত্রিকায় যেটা দেখলাম সেটা হলো বন্ধুত্বের যে দুর্বলতা সেটা মেরামত করার জন্য উনি এসেছেন। বিএনপি পররাষ্ট্রনীতির ক্ষেত্রে সবার সাথে বন্ধুত্ব কারো সাথে বৈরিতা নয়- এ আদর্শে বিশ্বাস করে। বিএনপি সমমর্যাদার ভিত্তিতে প্রতিবেশিসহ সকল রাষ্ট্রের সঙ্গে সম্মানজনক সহযোগিতার সম্পর্কে বিশ্বাসী।

তিনি বলেন, আমরা বিশ্বাস করি, যে কারণেই তিনি এসে থাকুন না কেন। আমাদের সরকার যারাই দায়িত্ব পালন করছেন, জোর করে হোক, ভোট ছাড়া হোক, কিন্তু দায়িত্বে তারা… তাদের দায়িত্ব হলো দেশের স্বার্থ রক্ষা করা। ভারতীয় পররাষ্ট্র সচিবের এই সফরের মধ্য দিয়ে আমরা আশা করতে চাই, এই সফর, যেমন পত্রিকায় এসেছে…আনুষ্ঠানিকতা, এটা হতেই পারে। এটা সরকারের দায়িত্ব তাদের কী আলোচনা হলো, আলোচনায় সরকারের অবস্থান কী ছিল সেটা জনগণের কাছে বর্ণনা করা। জনগণকে জানানো। কিন্তু এর আগেও অনেক আলোচনা হয়েছে জানানো হয়নি তা জনগণকে, এমনকি চুক্তি হয়েছে সেগুলো জনসম্মুখে প্রকাশ করা হয়নি। কিন্তু তারপরও আমরা আশা করবো, জনগণের অধিকার আছে জানার যে, পররাষ্ট্রনীতির ক্ষেত্রে সরকার কী করছে, বা কী বলছে তা জানানোর দায়িত্ব সরকারের।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com