ধানমণ্ডিতে আবাসিক ভবনে আগুনে বৃদ্ধার মৃত্যু

0

রাজধানীর ধানমণ্ডি ৬ এ একটি বহুতল আবাসিক ভবনের তৃতীয় তলায় আগুন লাগার ঘটনায় ধোঁয়ায় শ্বাস বন্ধ হয়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

তাৎক্ষণিকভাবে নিহত ওই নারীর পরিচয় জানা যায়নি।

শনিবার সকাল ৯টা ২৫ মিনিটে আগুনের সূত্রপাত হয়। তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

ধানমণ্ডি থানার ওসি আব্দুল লতিফ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ১০টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। এখনও ডাম্পিংয়ের কাজ চলছে।

তিনি জানান, অগ্নিকাণ্ডের সময় ধোঁয়ায় অসুস্থ দুজনকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক অজ্ঞাতপরিচয় এক নারীকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় শাহেদা নামের গৃহকর্মী হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com