ময়মনসিংহে দুর্ঘটনায় আটজন নিহতের ঘটনায় ডা. শাফিকুরের গভীর শোক প্রকাশ

0

ময়মনসিংহের ফুলপুরে সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শাফিকুর রহমান মঙ্গলবার এক শোকবাণী প্রদান করেছেন।

শোকবাণীতে তিনি বলেন, ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার বাসাটি নামক এলাকায় মঙ্গলবার সকাল পৌণে আটটায় আত্মীয়ের জানাযায় অংশগ্রহণ করতে যাওয়ার সময় একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে পানিতে পড়ে যায়। মর্মান্তিক এ দুর্ঘটনায় ১ শিশু ও ৫ নারীসহ ৮ জন নিহত হয়েছেন এবং মুমূর্ষু অবস্থায় আছেন আরো ৪ জন।

অত্যন্ত মর্মান্তিক ও বেদনাদায়ক এই দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন আমি তাদের প্রতি গভীর শোক প্রকাশ করছি এবং তাদের শোক-সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন মহান আল্লাহ তায়ালা তাদেরকে ক্ষমা করে দিন এবং তাদেরকে জান্নাতবাসী করুন। একই সাথে এ দুর্ঘটনায় যারা মারাত্মকভাবে আহত হয়ে মুমূর্ষু অবস্থায় আছেন আমি মহান আল্লাহর নিকট তাদের দ্রুত সুস্থতা কামনা করছি।
প্রেস বিজ্ঞপ্তি

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com