গণপরিবহনে অতিরিক্ত ভাড়া প্রত্যাহারের দাবি

0

গণপরিবহনের বর্ধিত ৬০ শতাংশ ভাড়া প্রত্যাহারের দাবি জানিয়েছে ইসলামী যুব আন্দোলন। মঙ্গলবার (১৮ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের সামনে সংগঠনটি আয়োজিত এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি কে এম আতিকুর রহমান বলেন, করোনার খোঁড়া অজুহাতে গণপরিবহনের ভাড়া ৬০ শতাংশ বৃদ্ধি করে সরকার আবার প্রমাণ করলো, তারা জনগণের সরকার নয়। করোনায় সামাজিক দূরত্ব বজায় রাখতে গণপরিবহনের ভাড়া ৬০ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। কিন্তু বাস্তবে সামাজিক দূরত্বের বালাই নেই গণপরিবহনে। অথচ বর্ধিত ভাড়া ঠিকই আদায় করা হচ্ছে। এ নিয়ে সরকার কোনও কথা বলার সাহস রাখে না।’

তিনি আরও বলেন, ‘করোনার সংকটের শুরু থেকেই প্রতিটি বিষয়ে সরকার চরম ব্যর্থ হয়ে আসছে। তারপরও সরকারি কিছু মন্ত্রীরা অনবরত অযাচিত কথা বলে আসছে। মন্ত্রীদের এসব অযাচিত কথা দেশের মানুষের সাথে তামাশার শামিল।’

তিনি দাবি জানিয়ে বলেন, ‘গণপরিবহনগুলোতে ৬০ শতাংশের চেয়ে বেশি ভাড়া নিচ্ছে, তবে স্বাস্থ্যবিধি মানছে না। তাই সরকারের কাছে দাবি পূর্বের ভাড়া ফিরিয়ে এনে যোগাযোগ ব্যবস্থা ঠিক করা হোক।’

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা নেছার উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী আতিকুর রহমান প্রমুখ।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com