ইসরাইলের সাথে আমিরাতের চুক্তি চরম বিশ্বাসঘাতকতা: বিশ্বের শীর্ষ আলেমদের বিবৃতি

0

কুটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার জন্য চুক্তির মাধ্যমে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলকে সংযুক্ত আরব আমিরাতের স্বীকৃতি দেওয়াকে চরম বিশ্বাসঘাতকতা বলে অবহিত করেছেন বিশ্বের শীর্ষ আলেমগণ।

শুক্রবার ( ১৪ আগস্ট) বিশ্বের শীর্ষস্থানীয় আলেমদের সংগঠন আন্তর্জাতিক ইউনিয়ন ফর মুসলিম স্কলারস (আইইউএমএস) এক বিবৃতিতে এ কথা বলেন।

বিবৃতিতে জোড় দিয়ে আলেমরা বলছেন, এ চুক্তিতে পশ্চিম তীরে ইহুদীবাদী ইসরাইল তাদের আধিপত্য স্থাপন স্থগিত (সাময়িক) রাখার ব্যাপারে যা বলেছে সেটা মিথ্যা কথা।

এই চুক্তির বিরুদ্ধে সিদ্ধান্তমূলক অবস্থান নেওয়ার এবং ফিলিস্তিনি জনগণের পূর্ণ অধিকার রক্ষার জন্য জোর প্রচেষ্টা চালানোর জন্য মুসলিম বিশ্বকে আহ্বান জানিয়েছে আইইউএমএস।

এদিকে এ চুক্তির নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাস সহ অন্যান্যরা। হামাস এক বিবৃতিতে বলেছে, “ইসরায়েলের সাথে সংযুক্ত আরব আমিরাতের চুক্তি ফিলিস্তিনী জনগণের পিঠে বিশ্বাসঘাতকের ছুরিকাঘাত।”

হামাস আরোও বলেছে, “এ চুক্তি ফিলিস্তিনিদের কোন কাজে আসবেনা বরং এটি তাদের অধিকার ক্ষুন্ন করবে।”

সূত্র: আনাদোলু এজেন্সি

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com