ধর্মীয় মূল্যবোধকে গুরুত্ব দিয়ে জাতীয়তাবাদী দল গঠন করেছিলেন জিয়াউর রহমান: মোশাররফ

0

গতকাল বুধবার (১২ আগস্ট) রাতে হিন্দু বৌদ্ধ খৃস্টান কল্যাণ ফ্রন্টের উদ্যোগে ‘ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টামী উপলক্ষে ভার্চুয়াল আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, সকল ধর্মই মানুষের ধর্ম। এই ধর্মীয় মূল্যবোধকে গুরুত্ব দিয়ে জাতীয়তাবাদী দল গঠন করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। কারণ, কোনো মানুষ যদি ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী হন, ধর্ম পালন করে তাহলে সে কোনো দিন মিথ্যা কথা বলতে পারবে না, অন্যায় অত্যাচার করতে পারবে না। কিন্তু এখন আমাদের যে সরকার তাদের জনগণের প্রতি আস্থা নেই। এ কারণে আগের দিন রাতেই ভোট করে।

তিনি বলেন, সারা বিশ্বে একটি পরিবর্তন হবে। সেটা ইতিবাচক পরিবর্তন। তাতে করে ন্যায় প্রতিষ্ঠিত হবে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com