দেশে একদিনে মৃত্যু ৪২, শনাক্ত ২৯৯৫
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে চব্বিশ ঘণ্টায় ৪২ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ১৪ হাজার ৫৫০ টি নমুনা পরীক্ষা করে সংক্রমণ পাওয়া গেছে ২ হাজার ৯৯৫ জনের শরীরে।
দেশে গত মার্চের শুরুর দিকে কভিড-১৯ এর সংক্রমণ শনাক্ত হওয়ার পর বুধবার পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৩ হাজার ৫১৩ জনে।
আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২ লাখ ৬৬ হাজার ৪৯৮ জন। এর মধ্যে নতুন করে ১ হাজার ১১৭ জনসহ মোট সুস্থ মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫৩ হাজার ৮৯ জন।
দেশে একদিনে শনাক্তের হার ২০.৩০ শতাংশ, সুস্থতার হার ৫৭.৪৪ শতাংশ এবং মৃত্যুর হার ১.৩২ শতাংশ।
দেশের সবশেষ করোনা পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।