বিধবা ভাতা না দিয়ে উল্টো বৃদ্ধাকে পেটালেন ইউপি চেয়ারম্যান

0

বিধবা ভাতার কার্ড চাওয়ায় বৃদ্ধাকে পেটালেন ইউপি চেয়ারম্যান
জামালপুরে বিধবা ভাতার কার্ড চাওয়ায় এক বৃদ্ধাকে মারধরের অভিযোগ উঠেছে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে। এ ঘটনায় জামালপুর সদর থানায় একটি মামলা দায়ের করেছেন ভুক্তভোগী। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে পুলিশ।

ভুক্তভোগী হনুফা বেওয়া জানান, ৭ মাস আগে বিধবা কার্ডের জন্য শরিফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলামকে ৫ হাজার টাকা দেন। এখনও কার্ড না পাওয়ায় মঙ্গলবার সকালে চেয়ারম্যানের বাড়িতে যান। এ সময় কার্ড না দিলে, টাকা ফেরত চাওয়ায় ইউপি চেয়ারম্যান ও তার স্ত্রী ও বৃদ্ধাকে ব্যাপক মারধর করেন বলে অভিযোগ ভুক্তভোগীর।
তবে অভিযুক্ত চেয়ারম্যান, এ অভিযোগ অস্বীকার করেছেন।

চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম বলেন, সামনে নির্বাচনকে কেন্দ্র করে বিরোধী লোকের ইন্ধনে এসব কাজ করছে। এ অভিযোগ ভিত্তিহীন। নির্যাতনের শিকার হনুফা বেওয়া মঙ্গলবার বিকেলে জামালপুর সদর থানায় একটি মামলা করেন।

অতিরিক্ত পুলিশ সুপার সীমা রানী সরকার বলেন, ইতোমধ্যে আমরা বিষয়টি জেনেছি। আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি।
অভিযুক্ত চেয়ারম্যান বিধবা কার্ড দেয়ার নামে ইউনিয়নের প্রায় ২শ’ জনের কাছ থেকে বিভিন্ন অঙ্কের টাকা নিয়েছেন বলে অভিযোগ স্থানীয়দের

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com