সরকার করোনা বৃদ্ধিতে সহায়তা করছে
অফিস-আদালত সম্পূর্ণভাবে খুলে দিয়ে সরকার করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধিতে সহায়তা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। গতকাল এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। কুড়িগ্রামে নিজের বাসা থেকে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। রিজভী আহমেদ বলেন, সরকারি অফিস-আদালতে সবাইকে কাজে যোগদানের যে নির্দেশ দেওয়া হয়েছে তাতে প্রমাণ হয়, এই সরকার মানুষের জীবন বাঁচানোর জন্য কিংবা সুরক্ষা দেওয়ার জন্য নয়, তাদের লক্ষ্য নিজেদের স্বার্থসিদ্ধি ও পকেট ভারী করা। সরকার ইচ্ছাকৃতভাবে করোনা সংক্রমণ বৃদ্ধি করতে সহায়তা করছে। সরকারি অফিস-আদালতে সবাইকে যোগদানের যে নির্দেশ দেওয়া হয়েছে সেটা অমানবিক ও দায়িত্বহীন। এভাবে অফিস-আদালত খুলে দেওয়ার কারণে সংক্রমণের মাত্রা আরও বাড়বে। আরও অসংখ্য মানুষকে করোনায় আক্রান্ত হয়ে জীবন-মরণের সন্ধিক্ষণে থাকতে হবে।