রিয়ার এডমিরাল মাহবুব আলী খান ছিলেন একজন প্রকৃত দেশপ্রেমিক: তারেক রহমান
রিয়ার এডমিরাল মাহবুব আলী খান ছিলেন একজন প্রকৃত দেশপ্রেমিক, পরোপকারী, সৎ, ত্যাগি, সর্বোপরি একজন ক্ষণজন্মা ব্যক্তিত্ব।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, রিয়ার এডমিরাল মাহবুব আলী খান ছিলেন একজন প্রকৃত দেশপ্রেমিক, পরোপকারী, সৎ, ত্যাগি, সর্বোপরি একজন ক্ষণজন্মা ব্যক্তিত্ব। জীবনের প্রতিটি পরতে তিনি রেখেছেন দক্ষতার উজ্জ্বল স্বাক্ষর। দেশ, সমাজ ও রাষ্ট্র বিনির্মানে মাহবুব আলী খানের অবদান অনস্বীকার্য।
সাবেক মন্ত্রী ও নৌবাহিনীর প্রধান রিয়ার এডমিরাল মাহবুব আলী খানের ৩৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মধ্যপ্রাচ্য বিএনপির উদ্দ্যেগে ভার্চ্যুয়াল যোগাযোগ মাধ্যমে অনুষ্ঠিত এক স্মরণসভা ও দোয়া মাহফিল যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।