করোনায় মারা গেলেন সিরাজগঞ্জ বিএনপি নেতা রেজাউল

0

সিরাজগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি, জেলা জজ আদালতের সাবেক পাবলিক প্রসকিউটর (পিপি) ও রোটারিয়ান অ্যাডভোকেট রেজাউল করিম তালুকদার (৭০) করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

বৃহস্পতিবার রাতে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) মারা যান তিনি। তিনি বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে ৬ জুলাই এ হাসপাতালে ভর্তি হন। পরে তার করোনা পজিটিভ ধরা পড়ে। 

এ বিষয়ে সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু জানান, এদিন স্বাস্থ্যবিধি মেনে শুক্রবার বাদ জুমা সিরাজগঞ্জ শহরের মালসাপাড়া কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। তার মৃত্যুতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি বেগম রুমানা মাহমুদ ও তার সহকর্মী আইনজীবীরা গভীর শোক প্রকাশ করেছেন। 

তিনি স্ত্রী, ২ ছেলেসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com