পাকিস্তান জামায়াতের সমাবেশে সন্ত্রাসী হামলার নিন্দা জামায়াতের

0

পাকিস্তান জামায়াতে ইসলামীর সমাবেশে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা: শফিকুর রহমান বৃহস্পতিবার এক বিবৃতি প্রদান করেছেন।

বিবৃতিতে তিনি বলেন, “পাকিস্তান জামায়াতে ইসলামী আয়োজিত একটি গণতান্ত্রিক সমাবেশে বুধবার সন্ধ্যায় সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে ৩৯ জন লোক আহত হয়েছেন। এতে ১ জনের অবস্থা আশঙ্কাজনক। আমরা আশা করছি, পাকিস্তান সরকার খুব কম সময়ের মধ্যে এ বর্বর ও কাপুরুষোচিত হামলার সুষ্ঠু তদন্ত করে এর সাথে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবেন। হামলায় যারা আহত হয়েছেন আমরা তাদের সুস্থতা কামনা করছি এবং তাদের পরিবার-পরিজনদের প্রতি সমবেদনা জানাচ্ছি।”

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com