ঐক্যফ্রন্ট নিয়ে ‘খালেদা জিয়ার অসন্তুষ্টি’র মিথ্যা বানোয়াট খবরে বিএনপির প্রতিবাদ

0

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে ঐক্যফ্রন্টসহ নানা ইস্যুতে দলীয় নেতাদের মতভেদ এবং ড. কামাল হোসেনকে নিয়ে খালেদা জিয়া অসন্তোষ রয়েছেন মর্মে গণমাধ্যমে যে প্রতিবেদন সম্প্রতি প্রকাশ হয়েছে এর প্রতিবাদ জানিয়েছে বিএনপি।

দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত ওই বিবৃতিতে বলা হয়েছে, ‘আজ দৈনিক আমাদের সময় ও দৈনিক যুগান্তরে বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে দলের জাতীয় স্থায়ী কমিটির নেতৃবৃন্দের ঈদ শুভেচ্ছা বিনিময়কালে রাজনৈতিক আলোচনা হয়েছে মর্মে যে রিপোর্ট প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণরূপে মিথ্যা, মনগড়া ও ভিত্তিহীন। ওইদিন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দের শুধুমাত্র ঈদ শুভেচ্ছা ও পারস্পরিক কুশলাদি বিনিময় হয়েছে। বেগম জিয়ার সর্বশেষ স্বাস্থ্যের খোঁজ-খবর নিয়েছেন নেতৃবৃন্দ। খালেদা জিয়ার সঙ্গে নেতৃবৃন্দের কোনয় রাজনৈতিক আলোচনা হয়নি বা বেগম জিয়াও কোনো রাজনৈতিক সিদ্ধান্ত প্রদান করেননি।’

তিনি আরও বলেন, ‘দৈনিক আমাদের সময় ও দৈনিক যুগান্তরের মতো বহুল প্রচারিত পত্রিকায় কোনো প্রকার তথ্য যাচাই ছাড়া এ ধরনের দায়িত্বহীন সংবাদ পরিবেশন করলে জনমনে বিভ্রান্তির সৃষ্টি হয়। সস্প্রতি বিএনপি চেয়ারপারসন ও বিএনপিকে নিয়ে বিভিন্ন গণমাধ্যম বানোয়াট এবং বিভ্রান্তিমূলক সংবাদ পরিবেশন করে আসছে- যা সম্পূর্ণরূপে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। বিএনপি এ ধরনের অসত্য সংবাদ পরিবেশনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।’

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com