শহীদ জিয়া ছিলেন আব্দুল মান্নানের আদর্শপুরুষ: শোকবার্তায় তারেক রহমান
বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী, বিমানের সাবেক এমডি, সাবেক সংসদ সদস্য, ঢাকা জেলার সাবেক সভাপতি ও বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান আব্দুল মান্নানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বুধবার (০৫ আগস্ট) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক শোকবার্তায় তারেক রহমান বলেন, ‘ বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল মান্নানের মৃত্যুতে আমি গভীরভাবে শোকার্ত ও মর্মাহত। তার মতো একজন বিদগ্ধ ও গুণী রাজনীতিবিদের দেশের এই সংকটকালে পৃথিবী থেকে চলে যাওয়াতে সৃষ্টি হবে গভীর শূন্যতা। একজন মেধাবী ছাত্র হিসেবে তার শিক্ষাজীবন ছিল সাফল্যে পরিপূর্ণ। পেশাগত জীবনেও তিনি বহু কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন।’
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন মরহুম আব্দুল মান্নানের আদর্শপুরুষ। শহীদ জিয়ার রাজনৈতিক দর্শনকে বুকে ধারণ করে বিএনপিতে যোগদান করে সাংগঠনিক তৎপরতার মাধ্যমে জনগণের মধ্যে তিনি একটি ইতিবাচক ভাবমূর্তি প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন। এজন্যই তিনি নিজ এলাকা থেকে বার বার সংসদ সদস্য নির্বাচিত হতেন। মানবসেবাই ছিল তার রাজনীতির মূল লক্ষ্য।’
শোকবার্তায় তারেক রহমান বলেন, ‘জনকল্যানমূলক কাজের জন্য তিনি এলাকাবাসীর নিকট হয়েছিলেন প্রসংশিত। প্রাজ্ঞ, বিনয়ী ও আত্মপ্রত্যয়ী এই মানুষটি গভীর সংকটকালেও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে অবিচল আস্থা রেখে গণতান্ত্রিক সংগ্রাম বেগবান এবং সংগঠনকে শক্তিশালী করতে নিরলসভাবে কাজ করে গেছেন। মৃদুভাষী ও ঋজু এই মানুষটি সরকারের অবিশ্বাস্য অবিচারের মুখোমুখি হয়েও নাগরিক ও মানবিক অধিকারের পক্ষে সোচ্চার ছিলেন।’
শোকবার্তায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘বিপন্ন গণতন্ত্রের এই দুঃসময়ে বাক-ব্যক্তি ও মত প্রকাশের স্বাধীনতার স্বপক্ষে তার কণ্ঠ ছিল উচ্চকিত। তিনি বিএনপি সরকারের মন্ত্রী হিসেবে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। পেশা ও রাজনীতিসহ সকল কর্মকাণ্ডে দেশ ও দশের প্রতি তার অঙ্গিকার সর্বদা স্মরণীয়। তার মৃত্যুতে যে ক্ষতি হলো তা সহজে পূরণ হবার নয়।’
শোকবার্তায় তারেক রহমান মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গ, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
বার্ধক্যজনিত জটিলতায় ভুগে মঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে রাজধানীর এভার কেয়ার (অ্যাপোলো) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আব্দুল মান্নান।