সরকার নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিতে ব্যর্থ: ফখরুল
পুলিশের গুলিতে সাবেক সেনা কর্মকর্তা সিনহা রাশেদের মৃত্যুতে তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, সব নাগরিকের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব। কিন্তু বর্তমান সরকার গত এক দশকে নাগরিকের এই মৌলিক অধিকার নিশ্চিতে লাগাতারভাবে নিষ্ক্রিয়তা ও ব্যর্থতার পরিচয় দিয়ে চলছে।
সর্বশেষ গত শুক্রবার সাবেক সেনা কর্মকর্তার অকাল মৃত্যুর ঘটনা দেশবাসীকে আবারও ক্ষুব্ধ করেছে বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব।
তিনি বলেন, বিএনপি বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম, খুন এবং অমানবিক শারীরিক ও মানসিক নির্যাতনের অবসান ঘটানোর জন্য জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ।