চামড়া শিল্পকে ধ্বংস করে এতিমের হক মারা হয়েছে: রিজভী
দেশের চামড়া শিল্পকে ধ্বংস করে দিয়ে এতিমের হক মারা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘কোরবানির চামড়া মানুষ এতিমখানায় দেয়। এই চামড়া বিক্রি করে এতিমদের খরচ চালানো হয়। আজকে এতিমদের হক মারা হয়েছে।’
সোমবার (৩ আগস্ট) দুপুরে রাজধানীতে বিএনপির দুই নেতার বাসায় গিয়ে তাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন রিজভী।
বগুড়া শহর বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির সদস্য ওমর ফারুক, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শাহিন শওকতের স্ত্রী দিলরুবা শাহিন ক্যানসার ও কারোনায় আক্রান্ত হয়ে ইন্তেকাল করায় তাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে সান্ত্বনা দেন রিজভী।
রিজভী বলেন, ‘চামড়ার কোনও মূল্য নেই। পথে-ঘাটে চামড়া ফেলে দেওয়া হচ্ছে। চামড়া শিল্পকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এই রকম অরাজকতা নৈরাজ্যের মধ্যে দেশ চলছে। ব্যর্থ সরকারের পতন না হলে মানুষের মুক্তি মিলবে না। তাই মানুষের জানমালের নিরাপত্তা জন্য সবার উচিত ঐক্যবদ্ধভাবে এই অবৈধ সরকারের পতন ঘটানো।’
টেকনাফে সাবেক সেনা কর্মকর্তা সিনহা রাশিদ খানকে গুলি করে হত্যা করার প্রতিবাদে রিজভী বলেন, ‘কিসের জন্য এ হত্যা। তারা যে কথা বলছে— তার সত্যতা কতটুকু, তা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।’