আ’লীগের দুই গ্রুপে সংঘর্ষ, নিহত ২

0

রোববার (০২ আগস্ট) সন্ধ্যায় বাউফলের কেশবপুর বাজারে রক্তক্ষয়ী এ সংঘর্ষ বাঁধে। চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে ওই দুই জন মারা যান। বর্তমানে পুরো উপজেলাজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

স্থানীয়রা জানান, কেশবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে গুরুতর আহত রুমন তালুকদার ও রিয়াদ হোসেনকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মাহফুজুর রহমান জানান, আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটেছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম ইতোমধ্যে মাঠে নেমেছে।

এর আগে গত ২৪ মে পটুয়াখালীর বাউফলে তোরণ নির্মাণকে কেন্দ্র ক‌রে আওয়ামী লী‌গের সংসদ সদস্য ও বাউফল পৌরসভার মেয়রের গ্রুপের নেতা কর্মীদের মধ্যে সংঘর্ষে মারা যান এক ছাত্রলীগ কর্মী।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.