খালেদা জিয়া সুচিকিৎসাই পাচ্ছেন না: ফখরুল

0

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কোনও সুচিকিৎসাই পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

তিনি বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া জামিনে মুক্ত থাকলেও সুচিকিৎসা পাচ্ছেন না। কারণ এই মুহূর্তে দেশের হাসপাতালগুলোতে যাওয়া যাচ্ছে না এবং বিদেশে চিকিৎসা নেয়ার মতো কোনও সুযোগ তিনি পাচ্ছেন না। ফলে বাস্তবিক অর্থে তাঁর স্বাস্থ্যের যে উন্নতি হওয়ার কথা ছিল তা হচ্ছে না।’ 

বন্যা পরিস্থিতি নিয়ে সরকারের প্রতি বিএনপির কি আহ্বান থাকবে- এমন প্রশ্নে মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, ‘আপনারা জানেন, ইতোমধ্যে আমাদের জাতীয় স্থায়ী কমিটির যে সভা হয়েছে সেই সভায় আমরা বন্যার্তদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি এবং সে অনুযায়ী সারা দেশের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছি। আমরা সরকারকে আহ্বান জানিয়েছি, উদাসীনতা ও অবজ্ঞা বাদ দিয়ে যেন অবিলম্বে বন্যা কবলিতদের শুধু ত্রাণ নয়, পুনর্বাসনের ব্যবস্থা করা হয়।’

এ প্রসঙ্গে বিএনপি মহাসচিব আরও বলেন, ‘এবারের বন্যা দীর্ঘস্থায়ী হবে বলে অনেকে আশঙ্কা করছেন। সেক্ষেত্রে সরকারকে লংটাইম পরিকল্পনা নিতে হবে। যেটা তারা কখনোই করেন না এবং অন্যের মতামতকে কখনোই প্রাধান্য দেন না। আমরা আমাদের যে সীমাবদ্ধতা আছে তার মাঝেও বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য কমিটি করেছি এবং আমাদের কাজ চলছে।’ 

দেশের চলমান বন্যা পরিস্থিতি মোকাবিলায় সরকারের নেয়া পদক্ষেপ পর্যাপ্ত মনে করেন কিনা- জবাবে ফখরুল বলেন, ‘মোটেও না’।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com