কাউন্সিলর হয়ে বদলে যান রাজীব
ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তারেকুজ্জামান ওরফে রাজীব নিম্নবিত্ত পরিবারের সন্তান ছিলেন। তাঁর বাবা রডের মিস্ত্রি হিসেবে কাজ করতেন। তাঁর চাচা ছিলেন রাজমিস্ত্রি। কাউন্সিলর নির্বাচিত হওয়ার পর থেকেই রাজীবের পরিবর্তন শুরু হয়। আওয়ামী লীগ ও যুবলীগের স্থানীয় কয়েকজন নেতা-কর্মী এই তথ্য জানিয়েছেন।
গতকাল শনিবার রাতে রাজীবকে গ্রেপ্তার করে র্যাব। বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। সন্ত্রাসী কর্মকাণ্ড ও চাঁদাবাজির অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।