বিএনপি গণতন্ত্রের জন্য সংগ্রামের পাশাপাশি অসহায়দের পাশে দাঁড়াচ্ছে: রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আমরা শহীদ জিয়ার আদর্শকে সামনে রেখে বিএনপির রাজনীতি করি। আমরা যেমন গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য সংগ্রাম করছি আবার অসহায় মানুষের পক্ষে যারা দাঁড়াচ্ছে তাদেরকেও আমাদের পক্ষ থেকে যতটুকু সহায়তা করা দরকার আমরা সেটা করছি।
বৃহস্পতিবার মিরপুরের পাইকপাড়া এলাকায় ‘চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ারে’ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সার্বিক সহযোগিতায় অসহায় বৃদ্ধ ও শিশুদের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ ও ‘চাইল্ড অ্যান্ড ওল্ড কেয়ারের’ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
রিজভী বলেন, ‘চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ার’ আর্তমানবতার জন্য অসহায় মানুষদের তারা থাকা-খাওয়ার যে ব্যবস্থা করেছে সেটা মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত বলে আমি মনে করি। এই প্রতিষ্ঠানটির পরিচালক মিল্টনকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।
তিনি বলেন, যখন আমরা চারদিকে শুনছি বিভিন্ন মেগা প্রজেক্ট দুর্নীতি, ক্যাসিনো নিয়ে তোলপাড় চলছে তখন নীরবে-নিভৃতে মিলটনের মতো লোকেরা মানবসেবায় নিজেকে উৎসর্গ করেছে। আমি মনে করি, যারা গণমাধ্যমের উপস্থিত আছেন তারা এটাকে ভালোভাবে তুলে ধরলে সারা দেশের মানুষ এরকম কাজ করতে উদ্বুদ্ধ হবেন।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, পৃথিবীতে মানবজাতি একে অপরের ভাই। আমরা একে অপরের দুঃখ-কষ্টের সহযোগিতা করব। চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ারের কর্মকাণ্ডে সেটাই ফুটে উঠেছে। যাদেরকে পরিবারের সদস্যরা রাস্তায় ফেলে দিয়ে গেছে তারা সেসব অসহায় বৃদ্ধ এবং শিশুদের রাস্তা থেকে তুলে এনে এখানে চরম যত্নে লালন-পালন করছেন। আজকে সকালে আমি এরকম একটা ভালো কাজ করতে পেরে কতটা আনন্দিত, তা ভাষায় প্রকাশ করা সম্ভব না। আমরা যখনই যতটুকু পারি এই প্রতিষ্ঠানকে সহযোগিতা করব।
তিনি বলেন, আমাদের যুবদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ আমাকে প্রথম বিষয়টি জানিয়েছেন। তিনি দলের একজন নিবেদিতপ্রাণ কর্মী। তবে এসব দিক খোঁজখবর নিয়ে তাদেরকে সহযোগিতা করার জন্য তার যে মন পড়ে থাকে তার সাথে দীর্ঘদিন মিশেছি কিন্তু আমি কখনো সেটা বুঝতে পারিনি। তার মধ্যে এরকম মানবতাবোধ কাজ করে তা আমি আজই জানলাম। আমি বুঝতে পারলাম যারা শহীদ জিয়ার আদর্শে ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিশ্বাস করে তারা অবশ্যই মানবতার পক্ষে কাজ করে।