করোনার মত বন্যা মোকাবিলায়ও সরকার ব্যর্থ : এলডিপি
করোনার মত বন্যা মোকাবিলায়ও সরকার পরিপূর্ণ ব্যর্থতার পরিচয় দিচ্ছে বলে মন্তব্য করেছেন ২০ দলীয় জোটের শরিক লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি সভাপতি আবদুল করিম আব্বাসী ও মহাসচিব শাহাদাত হোসেন সেলিম। তারা বলেন, বন্যা ও মহামারিতে মানুষের দুর্দশা কমাতে এবং দেশের সম্পদ রক্ষার্থে জনগণের সরকারের কোনো বিকল্প নাই। বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত নয় বলেই জনগণের প্রতি তাদের দায়ও নাই।
গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে নেতৃবৃন্দ এসব কথা বলেছেন।
তারা বলেন, ব্যাপক বন্যায় মানুষ সীমাহীন দুর্দশার মধ্যে পড়েছে। কোনো কোনো অঞ্চলে এবার কয়েক দফায় বন্যা হয়েছে। মানুষের ঘরবাড়ি, জমিজমা, নদী ভাঙনে বিলীন হয়ে যাচ্ছে। ফসল তলিয়ে যাওয়ায় কৃষক সর্বশান্ত। এর মধ্যে ফারাক্কা বাঁধ খুলে দেয়ার কারণে ধ্বংস-তাণ্ডব ব্যাপকতা লাভ করেছে। বড় বড় দালানকোঠা, স্কুলভবন নদী ভাঙনে বিলীন হয়ে গেছে। করোনাভাইরাস মহামারির মধ্যে এ বন্যায় মানুষ চরম অসহায়। অথচ সরকার এই অসহায় জনগণের পাশে নেই।
বিবৃতিতে আরো বলা হয়, পরিকল্পিত পদক্ষেপ ছাড়া বর্তমান সঙ্কট মোকাবিলা সম্ভব নয়।