মাওলানা সাঈদীসহ জামায়াত নেতাদের ঈদের আগেই মুক্তি দিন : ডা. শফিকুর

0

জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী, সহকারী সেক্রেটারী জেনারেল এ টি এম আজহারুল ইসলামসহ কারাবন্দি সকল নেতা-কর্মীকে আসন্ন ঈদুল আযহার আগেই মুক্তি দেয়ার আহবান জানিয়েছেন দলটির আমীর ডা. শফিকুর রহমান।

গতকাল রোববার এক বিবৃতিতে তিনি বলেন, জামায়াতের নায়েবে আমীর ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী দীর্ঘ ১০ বছর যাবৎ কারাগারে আটক রয়েছেন। সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম প্রায় ৯ বছর যাবৎ, সাবেক এম পি অধ্যক্ষ মাওলানা আব্দুল খালেক মন্ডল প্রায় ৫ বছর যাবৎ এবং দৈনিক সংগ্রাম পত্রিকার সম্পাদক আবুল আসাদ প্রায় ৮ মাস যাবৎ কারাগারে আটক রয়েছেন। হার্ট, ডায়েবেটিস, উচ্চ রক্তচাপসহ বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ায় তাদেরকে নিয়মিত চিকিৎসা নিতে হয়।

এর মধ্যে এটিএম আজহারুলের আপিলের রায়ের বিরুদ্ধে দায়ের করা রিভিউ আবেদন শুনানির অপেক্ষায় রয়েছে। তিন কিলোমিটার ও ছয় কিলোমিটার দূর থেকে দেখা মিথ্যা স্বাক্ষ্যের ভিত্তিতে তাকে সাজা দেয়া হয়েছে। সম্পাদক আবুল আসাদ কারাগারে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন।

ডা. শফিক বলেন, সাবেক আমীর অধ্যাপক গোলাম আযমের পুত্র সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আল আযমী ও সাবেক নির্বাহী পরিষদ সদস্য মীর কাসেম আলীর পুত্র বাংলাদেশ সুপ্রিম কোর্টের তরুণ আইনজীবী ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান ২০১৬ সালের আগষ্ট মাস থেকে নিখোঁজ রয়েছেন। গভীর রাতে তাদেরকে নিজ নিজ বাসা থেকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় দিয়ে আটক করে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু আজ পর্যন্ত তাদের পরিবার-পরিজন জানতে পারেনি তারা কোথায় কী অবস্থায় আছে।
তিনি বলেন, চার বছর যাবৎ তাদের পরিবার-পরিজন গভীর উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন-যাপন করছেন। ফিরে আসার প্রতীক্ষায় তাদের পরিবার-পরিজন এখনো অপেক্ষা করছেন। আসন্ন ঈদুল আযহার পূর্বেই তাদের ফিরিয়ে দিয়ে পরিবার-পরিজনদের সাথে ঈদুল আযহা পালন করার সুযোগ দেয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি।

জামায়াতের আমীর বলেন, সম্প্রতি খুলনায় জামায়াতের এবং চাঁদপুরে ছাত্রশিবির কর্মীদের পুলিশ অন্যায়ভাবে আটক করেছে। দেশের বিভিন্ন জায়গায় জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের পুলিশ মিথ্যা মামলায় গ্রেফতার ও হয়রানি করছে। দেশের এই ভয়াবহ দুঃসময়েও সরকারের জুলুম-নির্যাতন অব্যাহত রয়েছে। করোনা পরিস্থিতি ও বন্যার চরম অবনতিতে দেশে বর্তমানে এক দুর্যোগময় অবস্থা বিরাজ করছে। বন্যার পানিতে ঘর-বাড়ি তলিয়ে যাওয়ায় মানুষ অত্যন্ত মানবেতর জীবনযাপন করছে। এ মুহূর্তে সরকারের এহেন অমানবিক আচরণ কোনভাবেই কাম্য নয়।

মাওলানা সাঈদী, এটিএম আজহার, মাওলানা খালেক ও আবুল আসাদসহ গ্রেফতারকৃত জামায়াতের সকল নেতা-কর্মী যাতে তাদের পরিবার-পরিজনদের সাথে আসন্ন পবিত্র ঈদুল আযহা উদযাপন করতে পারেন সেজন্য পবিত্র ঈদুল আযহার পূর্বেই তাদের মুক্তি দেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানান ডা. শফিক।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com