ঘরোয়া উপায়ে দাঁতের দাগ দূর হয়ে হবে ঝকঝকে

0

সৌন্দর্য নিয়ে আমরা কত কষ্টই না করি কিন্তু কেবলমাত্র চোখ, নাক, মুখ এ চুল সুন্দর হলেই যে সেই ব্যক্তিকে সুন্দর দেখাবে, তা কিন্তু একেবারেই নয়। সৌন্দর্য কিন্তু দাঁতের উপরেও নির্ভর করে।

নিজস্ব কিছু বদঅভ্যাসের কারণে দাঁতে সৌন্দর্য কমতে পারে। ধূমপান বা তামাক সেবনের কারণে দাঁতে কালো দাগ থাকার ফলে অনেকেই লজ্জায় ফেলে দিতে পারে। দাঁত ঝকঝকে করতে চাইলে এই ঘরোয়া প্রতিকারগুলি অনুসরণ করতে পারেন।

গাজর: দাঁতের দাগ দূর করতে সাহায্য করে, দাঁতের কোণার ময়লা দ্রুত দূর করতে সহায়তা করে।

হলুদ: হলুদে সরিষার তেল এবং লবণ মিশ্রিত করে এটি ব্রাশের মতো দাঁতে ঘষলে দাঁত পরিষ্কার হয়।

লেবু: এর খোসাতে এক চিমটি লবণ দিয়ে তা দাঁতে ঘষুন, এতে দাঁতের দাগ চলে যাবে।

লবন: নুনের মধ্যে ২-৩ ফোঁটা সরিষার তেল মিশিয়েও দাঁত পরিষ্কার করতে পারেন, এতে আপনার দাঁত ঝকঝক করবে।

এক চা চামচ বেকিং সোডার মধ্যে অর্ধেক করে কাটা একটি পাতিলেবুর রস মিশিয়ে দিন। এবার চামুচে করে ভালোভাবে মিশিয়ে নিন এই দু’টি উপাদান। কিছুক্ষণ পরেই দেখবেন মিশ্রণটির আকার ঘন তরলের মতো হয়েছে। এবার এই তরল আঙুলে করে তুলে দাঁতের উপরে শুধু লাগিয়ে দিন, ঘষার প্রয়োজন নেই। তিন মিনিট পরে কুলকুচি করে মুখ ধুয়ে ফেলুন, আপনার দাঁত সাদা হয়ে যাবে।

হিং পাউডার জলে দিয়ে ফুটিয়ে ঠান্ডা করুন এবং এই জল দিয়ে দিনে দু’বার কুলকুচি করুন, এটি আপনার দাঁত শুধু পরিস্কার করবে এবং দাঁতের ব্যথাও কমিয়ে দেবে। সূত্র-বোল্ডস্কাই

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com