বিশ্বে করোনায় আক্রান্ত ১ কোটি ২৮ লাখ ছাড়িয়েছে, মৃত্যু ৫ লাখ ৬৭ হাজারের বেশি মানুষ

0

বিশ্বে একদিনে ২ লাখ ১৪ হাজার ৭শ’ ৪১ জনের করোনা শনাক্ত হয়েছে। এতে বিশ্বে মোট শনাক্ত ১ কোটি ২৮ লাখ ছাড়িয়েছে।

প্রাণঘাতী এই ভাইরাসে মৃত্যু হয়েছে ৫ লাখ ৬৭ হাজার ৫শ’রও বেশি মানুষের। তবে, সুস্থ হয়েছেন ৭৪ লাখ ৭৭ হাজারের বেশি মানুষ।

একদিনে বিশ্বজুড়ে মৃত্যু হয়েছে ৪ হাজার ৯৯৬ জনের। ব্রাজিলে প্রাণ হারিয়েছেন ৯৮৬ জন। দেশটিতে করোনা শনাক্ত হয়েছে আরও ৩৬ হাজার। যুক্তরাষ্ট্রে ৬১ হাজারের বেশি করোনা শনাক্ত হয়েছে। একদিন আগে এই সংখ্যা ছিলো ৭১ হাজার। মারা গেছে ৭শ’ ৩২ জন।  

এদিকে, ভারতে মৃত্যু হয়েছে আরও ৫৪৩ জনের।  টানা দ্বিতীয় দিনের মতো দেশটিতে ৫ শতাধিক মানুষের মৃত্যু হলো। এছাড়া আগের দিনের মতো ফের ভারতে ২৭ হাজারের বেশি করোনা শনাক্ত হয়েছে।   

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com