ব্রণের দাগ দূর করার ঘরোয়া উপায়

0

মুখে ব্রণের সমস্যায় ভোগেন অনেকেই। ব্রণ ভালো হওয়ার পরও অনেকের মুখে দাগ থেকে যায়, যা চেহারার সৌন্দর্য নষ্ট করে।

এ নিয়ে চিন্তার কিছু নেই। প্রাকৃতিক উপাদান ব্যবহার করে ঘরোয়া উপায়ে দূর করতে পারেন ব্রণের দাগ।

যা করবেন-

১. লেবুর রসে তুলার টুকরো ডুবিয়ে ব্রণের দাগের ওপর লাগিয়ে ১৫ মিনিট রেখে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।

২. ১ টেবিল চামচ বেসন, ২ টেবিল চামচ টকদই, ১ চা চামচ মধু ও ১ চিমটি হলুদের গুঁড়া মিশিয়ে ফেসপ্যাক তৈরি করে ত্বকে লাগিয়ে ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।

৩. মধু ও দারুচিনির গুঁড়া একসঙ্গে মিশিয়ে পেস্ট বানিয়ে রাতে ঘুমানোর আগে ব্রণের দাগের ওপর লাগিয়ে রাখুন। পর দিন সকালে ধুয়ে ফেলুন।

৪. ১ টেবিল চামচ আপেল সিডার ভিনেগার, ২ টেবিল চামচ মধু ও প্রয়োজনমতো পানি মিশিয়ে ত্বকে লাগিয়ে ২০ মিনিট পর ধুয়ে ফেলুন।

৫. ত্বকে অ্যালোভেরা জেল লাগিয়ে রাখুন। আধা ঘণ্টা পর ধুয়ে ফেলুন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com