ভেজা চুলে ঘুমালে যত ক্ষতি
রাতে ভালো ঘুমের জন্য অনেকে গোসল করে ভেজা চুলে ঘুমাতে যান। তবে আপনি জানেন কী? রাতে চুল ধোয়ার পর যদি ভেজা চুলে ঘুমাতে যান তা হলে চুলের মারাত্মক ক্ষতি হতে পারে!
আসুন জেনে নিই ভেজা চুলে ঘুমিয়ে পড়লে যেসব ক্ষতি-
১. রাতে ঘুমানোর আগে চুল ধুয়ে ঘুমালে চুলে জট পড়ার সম্ভাবনা বেশি থাকে। ফলে চুল ঝরে যায়।
২. অনেকক্ষণ চুলের গোড়ায় যদি আলো-বাতাস না পৌঁছায়, তা হলে চুলের ত্বক স্যাঁতসেঁতে থাকে। ফলে ছত্রাকের সংক্রমণের সম্ভাবনা থেকে যায় ও চুলের ত্বকে খুশকিও জন্ম নেয়, যা চুলের ত্বকের জন্য ক্ষতিকর।
৩. ভেজা চুল নিয়ে ঘুমালে চুল দিয়ে বাজে গন্ধ বের হয়। প্রাকৃতিকভাবে ঘুমানোর সময় চুলের ত্বক ঘেমে যায়। চুলের ত্বক ভেজা থাকলে ঘাম ও পানি মিশে একটি বাজে দুর্গন্ধের সৃষ্টি হয়।
৪. ভেজা চুল নিয়ে ঘুমাতে গেলে ক্ষতি হয় চুলের। বালিশের সঙ্গে চুলে ঘষা লাগার কারণে নষ্ট হয়ে যায় চুলের কোমলতা। আর চুল রুক্ষ হয়ে ওঠে।
তথ্যসূত্র: এনডিটিভি