সুন্দরবনে ‘বন্দুকযুদ্ধে’ ৪ বনদস্যু নিহত
সুন্দরবনের কয়রা এলাকায় জলদস্যু আমিনুর বাহিনীর সঙ্গে র্যাব-৬ এর গুলিবিনিময় হয়েছে। এতে বাহিনীর প্রধান আমিনুর বাহিনীর প্রধান আামিনুর ও সেকেন্ড ইন কমান্ড রফিকসহ চারজন নিহত হয়েছেন। এ সময় র্যাবের দুই সদস্য আহত হয়েছেন। র্যাবের দাবি, নিহতরা সবাই বনদস্যু।
মঙ্গলবার ভোররাতে কয়রা উপজেলার সুন্দরবন সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
র্যাব-৬ এর স্পেশাল কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) তোফাজ্জাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।