পাটকল শ্রমিকদের শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচীর প্রতি সমর্থন ঘোষণা বিএনপির

0

বিদ্যমান করোনা সংকটকালে সরকার দরিদ্র শ্রমজীবী মানুষের পাশে দাঁড়ানোর পরিবর্তে বাংলাদেশ পাটকল সংস্থার ২৯টি শিল্পে লে-অফ, শ্রমিক এবং তাদের পরিবারের লাখ লাখ নারী পুরুষ ও শিশুকে নিশ্চিত মৃত্যুর মুখে ঠেলে দেয়ার যে অমানবিক অসময়োচিত ও অন্যায় উদ্যোগ নিয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনিপি।

“বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল এক বিবৃতিতে এ নিন্দা জানান। 

বিবৃতিতে তিনি বলেন যে, যখন কোন শ্রমিক কর্মচারীকে ছাঁটাই না করার শর্তে আমরা দেশের সব শিল্প রক্ষার জন্য সরকারি সহায়তা ও সহজ শর্তে ঋণ প্রদানের দাবি জানাচ্ছি এবং সিপিডিসহ বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান যখন আইন করে এই দুঃসময়ে লে-অফ শ্রমিক ছাঁটাই কিম্বা কারখানা বন্ধ না করার দাবি জানাচ্ছে তখন সরকারের এমন গণবিরোধী সিদ্ধান্ত নাগরিকদের প্রতি দায়িত্বহীনতার পরিচায়ক। 

আমরা এমন কোন অন্যায় ও অসময়োচিত সিদ্ধান্ত না নেয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি। তিনি আরো বলেন, শ্রমজীবি মানুষ ও শিল্প বিরোধী এমন সিদ্ধান্তের প্রতিবাদে শ্রমিক কর্মচারীদের শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচীর প্রতি আমরা সমর্থন জানাচ্ছি।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com