আ’লীগ সরকারের অব্যবস্থাপনা অনিয়ম ও দুর্নীতির কারণে পাটকল গুলো ধ্বংসের দ্বারপ্রান্তে: রব

0

পাট এবং পাটশিল্পকে প্রকৃতি সুরক্ষার প্রয়োজনে এগিয়ে নেওয়া যখন জরুরি তখন ২৫ টি সরকারি পাটকল বন্ধের সিদ্ধান্ত আত্মঘাতী। সরকারের এ সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানিয়ে জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডি।

গতকাল সোমবার (২৯ জুন) এক বিবৃতিতে এ আহবান জানান দলটির সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ছানোয়ার হোসেন তালুকদার।

বিবৃতিতে বলা হয়, প্রকৃতি বান্ধব পাট এবং পাটশিল্পের প্রয়োজনীয়তা যখন জরুরি হিসাবে প্রতিভাত হচ্ছে., পাটের উৎপাদন বৃদ্ধি করার জন্য যখন কৃষকদেরকে উৎসাহিত করা হচ্ছে, পাটের বহুমুখী পণ্য যখন সারা বিশ্বে সমাদৃত হচ্ছে তখন একযোগে ২৫ টি পাটকল বন্ধ  ঘোষণা চরম আত্মঘাতী সিদ্ধান্ত।

তারা বলেন, পোশাকশিল্পের লাখ লাখ কর্মহীন শ্রমিকের সাথে পাটকল গুলোর কর্মহীন শ্রমিকের দীর্ঘ মিছিল সামাজিক অস্থিরতা বৃদ্ধি করবে। এটা কোনভাবই কাম্য নয়। বেসরকারি খাতের পাটকলগুলো লাভজনক অবস্থায় টিকে থাকতে পারলেও সরকারের আওতাধীন জুট মিল গুলো বছরের পর বছর লোকসান করে যাচ্ছে শুধুমাত্র অব্যবস্থাপনা অনিয়ম ও দুর্নীতির কারণে। এর দায়ভার রাষ্ট্রকেই বহন করতে হবে।

নেতারা বলেন, ‘পাটকল শ্রমিকদের গোল্ডেন হ্যান্ডশেক দেয়ার পর পিপিপির আওতায় পাটকলের আধুনিকায়ন করে উৎপাদনমুখী করা হবে সরকারের এসব ঘোষণা একেবারেই প্রতারণামূলক।করোনার বিপর্যয়ে কোটি কোটি কর্মহীন মানুষ তখন অসহায় তখন ২৫ হাজার শ্রমিক ছাঁটাই সরকারের অবিবেচনা সুলভ সিদ্ধান্ত কোনক্রমে মেনে নেওয়া যায় না। এ সিদ্ধান্ত অবশ্যই প্রত্যাহার  করতে হবে।’

সরকারের আওতাধীন পাটকলগুলোকে আধুনিকায়ন, শ্রমিক কর্মচারী ও সরকারের প্রতিনিধি সমন্বয়ে ‘অংশীদারিত্ব ভিত্তিক ব্যবস্থাপনা’ গড়ে তোলে পাটকল গুলো চালু রাখারও দাবি করেন তারা।

অপর এক বিবৃতিতে জেএসডি নেতৃবৃন্দ লঞ্চ ডুবিতে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com