বুড়িগঙ্গায় লঞ্চডুবিতে প্রাণহানি বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর শোক প্রকাশ

0

গতকাল সোমবার, জুন ২৯, ২০২০ সকাল সাড়ে নয়টার দিকে ঢাকার শ্যামবাজারের কাছে বুড়িগঙ্গা নদীতে এক লঞ্চের ধাক্কায় আরেকটি ছোট লঞ্চ ডুবে এখন পর্যন্ত অন্তত: ৩০ জনের মর্মান্তিক ও হৃদয়বিদারক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে তাদের বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি নিহতদের পরিবার-পরিজনদের প্রতি গভীর সহমর্মিতা জ্ঞাপন করেছেন। এছাড়া সারাদেশে প্রতিনিয়তই এধরনের দূর্ঘটনায় মানুষের হতাহতের ঘটনায় তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

গতকাল এক শোকবার্তায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, “আজ সকালে বুড়িগঙ্গা নদীতে লঞ্চ ডুবিতে এতোগুলো মানুষের প্রাণহানি অত্যন্ত হৃদয়বিদারক ও মর্মস্পর্শী। উদ্ধার কাজ চলছে এবং হতাহতের সম্পূর্ণ বিষয়টি এখনও জানা যায়নি। সড়ক দূর্ঘটনা ও লঞ্চ ডুবিতে দেশব্যাপী প্রায়ই অসংখ্য মানুষ প্রাণ হারাচ্ছে ও আহত হচ্ছে। আজ লঞ্চ ডুবিতে মানুষের প্রাণহানির ঘটনায় তাদের স্বজনদের মতো আমিও গভীরভাবে ব্যথিত ও শোকাভিভূত। সরকারের অব্যবস্থাপনা, নির্দেশনা, আইন প্রয়োগে অবহেলা ও চরম উদাসীনতার কারনেই লঞ্চ ও সড়ক দূর্ঘটনার মাত্রা বহুগুণ বৃদ্ধি পেয়েছে। সারাদেশে রাস্তাঘাটের বেহাল দশা এবং নৌপরিবহনে কোন ধরণের শৃঙ্খলা নেই বলেই খুব ঘন ঘন দূর্ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে এবং অসংখ্য মানুষের প্রাণহানি ও আহত হওয়ার ঘটনা বেড়ে চলেছে। দেশে স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে জবাবদিহিতামূলক সরকার নেই বলেই দেশের সর্বত্র নৈরাজ্যের ভয়াল ছবি ফুটে উঠছে।”

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com