ঢাকা মহানগর উত্তর বিএনপির ভারপ্রাপ্ত সেক্রেটারি হলেন নকী
ঢাকা মহানগর উত্তর বিএনপির সহ-সভাপতি ও সাবেক কমিশনার এএসএম মীর আব্দুল আলীম নকী কে ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দিয়েছে বিএনপি। আজ সোমবার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়- এই মর্মে নির্দেশিত হয়ে আপনাকে জানানাে যাচ্ছে যে , ঢাকা মহানগর উত্তর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে আপনাকে দায়িত্ব প্রদান করা হয়েছে। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। আপনি দলকে সুসংগঠিত, শক্তিশালী ও গতিশীল করার জন্য যথাসাধ্য প্রচেষ্টা চালিয়ে যাবেন বলে দল আশা করে।
উল্লেখ্য, গত ৭ জুন করেনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাধারণ সম্পাদক আহসান উল্লাহ হাসান। ফলে তার স্থলাভিষিক্ত হলেন আবদুল আলীম নকী।