বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে ৩ ইস্যুতে আলোচনা

0

করোনা পরিস্থিতিসহ বেশ কয়েকটি ইস্যুতে বৈঠক করেছে বিএনপির স্থায়ী কমিটি। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫ টা থেকে রাত ৮ টা পর্যন্ত ভার্চুয়াল এ বৈঠকে কমিটির সদস্যরা অংশ নেন। এতে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

জানা গেছে, বৈঠকে প্রধানত তিনটি বিষয়ে শীর্ষ নেতারা আলোচনা করেছেন। এর মধ্যে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার সর্বশেষ অবস্থা পর্যালোচনা করা হয়েছে। করোনা পরিস্থিতিতে বেগম জিয়া উন্নত চিকিৎসা নেয়া সম্ভব হচ্ছে না বলে বৈঠকে জানানো হয়। তবে তিনি লন্ডনে যাচ্ছেন, মিডিয়ার এমন খবরকে ভিত্তিহীন বলে বিষ্ময় প্রকাশ করেছেন নেতারা।

এছাড়া রাজনৈতিক দলের নিবন্ধনের যে খসঢ়া আইন নির্বাচন কমিশন প্রকাশ করেছে, তা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।

করোনার সর্বশেষ পরিস্থিতি মূল্যায়ন করা হয়েছে বৈঠকে। সরকার করোনা মোকাবেলায় কার্যকর কোনো পদক্ষেপ শুরু থেকে নিতে পারেনি বলে নেতারা মনে করেন।

দলের যারা করোনায় আক্রান্ত হয়েছেন, তাদের খোঁজ-খবর নেয়ার নির্দেশনা দেন তারেক রহমান। গণমাধ্যমকে জানানো না হলেও জানতে চাইলে বৈঠকের খবর নিশ্চিত করেন মিডিয়া উইংয়ের সদস্য সায়রুল কবির খান।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com