সীমান্ত হত্যা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জামায়াতের

0

সীমান্ত হত্যা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বুধবার (১৭ জুন) সংগঠনটির আমীর ডা. শফিকুর রহমান এক বিবৃতিতে এ দাবি জানান।

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) নওগাঁর সাপাহার সীমান্তে এক বাংলাদেশি হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে ডা. শফিকুর রহমান বিবৃতিতে বলেন, ‘নওগাঁর সাপাহার উপজেলার পাতাড়ি সীমান্তে বিএসএফের নির্যাতনে আব্দুল বারী নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। বাংলাদেশ ও ভারত সীমান্তে মাঝে মাঝেই বাংলাদেশিদের হত্যা করা হচ্ছে।’

তিনি বলেন, ‘দুই দেশের সীমান্তবর্তী এলাকায় কোনো ব্যক্তি কোনো অপরাধ করলে প্রচলিত আইনে তার বিচার হতে পারে। কিন্তু বিনা বিচারে কাউকে হত্যার কোনো সুযোগ কোনো দেশেরই নেই। ভারত সরকারের সঙ্গে বাংলাদেশ সরকারের সীমান্ত হত্যা শূন্যের কোঠায় নিয়ে আসার ব্যাপারে চুক্তি রয়েছে। কিন্তু বার বার এ চুক্তি লংঘন করছে ভারত।আমাদের দুর্বল পররাষ্ট্র নীতির কারণেই এ ধরনের ঘটনা বার বার ঘটছে।’

শফিকুর রহমান বলেন, ‘সীমান্ত হত্যা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণে আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।’

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com