আবরার হত্যায় ১০ কোটি টাকা ক্ষতিপূরণ রিটের শুনানি কাল

0

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার ঘটনায় তাঁর পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে ১০ কোটি টাকা দেওয়ার নির্দেশনা চেয়ে করা রিটের শুনানি হবে আগামীকাল মঙ্গলবার (১৫ অক্টোবর)।

জ্যেষ্ঠ আইনজীবী এ কে এম ফয়েজ আজ সোমবার (১৪ অক্টোবর) রিট আবেদন উপস্থাপন করেন। পরে রিটটি কার্যতালিকায় রাখার আদেশ দেন হাইকোর্ট। বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আইনজীবী এ কে এম ফয়েজ বলেন, আবেদনটি আজ (১৪ অক্টোবর) উপস্থাপন করা হয়েছে। আদালত মঙ্গলবারের কার্যতালিকায় শুনানির জন্য রাখার আদেশ দিয়েছেন।

গতকাল রবিবার (১৩ অক্টোবর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শাহিন বাবুর পক্ষে অপর আইনজীবী এ কে এম ফয়েজ এ রিট আবেদন দায়ের করেন। রিটে ক্ষতিপূরণসহ ওই ঘটনা বিচারিক কমিটি দিয়ে তদন্তের নির্দেশনা ও তার পরিবারের নিরপাত্তা নিশ্চিতে নির্দেশনা জারির আর্জি জানানো হয়।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com