কারাগারে অনিকের সঙ্গে সাক্ষাতে যে বিষয়ে আলাপ হলো বন্ধুর

0

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়া বুয়েট ছাত্রলীগের তথ্য ও গবেষণা সম্পাদক অনিক সরকারের সাথে তার বন্ধু এবং নিকটাত্মীয়রা সাক্ষাৎ করেছেন। 

রবিবার দুপুরে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে সাধারণ দর্শনার্থীদের কক্ষে নজরদারির মধ্যে তাদের মধ্যে কয়েক মিনিটের এই সাক্ষাৎ হয়।কারাগার সূত্রে জানা গেছে, বেলা ১২টা ২০ মিনিটে অনিক সরকারের সাথে কারাগারের প্রধান গেট সংলগ্ন সাধারণ দর্শনার্থীদের কক্ষের দ্বিতীয় তলায় সাক্ষাৎ করতে যান তার বন্ধু অবন্য শ্রাবন ও চাচাতো ভাই হারুনুর রশীদ। লোহার শিকের ফাঁক দিয়ে তাদের মধ্যে ৮ মিনিট আলাপ হয়। এরপরই ১২টা ২৮ মিনিটে তারা বেরিয়ে যান। পারিবারিক আলাপ ছাড়াও কারাগারে প্রবেশের সময় তাকে কিছু ‘কয়েদিদের’ আচমকা মারধরের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার বিষয়টিও অল্প সময়ের সাক্ষাতে আলাপ হয়।

তবে কারাগারে ঢোকার সময় কয়েদিদের হামলার প্রসঙ্গে জানতে চাইলে এ নিয়ে অনিক কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে অন্য প্রসঙ্গে চলে যান বলে সূত্র জানায়।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com