কবিরহাট উপজেলা নির্বাচনে শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে

0

নোয়াখালী স্থগিত হওয়া কবিরহাট উপজেলা পরিষদ নির্বাচন ও চাটখিল উপজেলার পাঁচগাঁও ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে  ভোটগ্রহণ চলছে।

সকাল থেকে ভোটার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ভোটারদের দীর্ঘ লাইন ছিল। রিপোর্ট লেখা এখন পর্যন্ত ভোটাররা কোনও প্রতিবন্ধকতা ছাড়াই সহজে ভোট প্রদান করেছেন বলে জানা জানা গেছে। পুরুষ ভোটারের তুলনায় নারী ভোটার সংখ্যা কেন্দ্রে বেশি উপস্থিতি দেখা যায়।এ উপজেলা নির্বাচনে ৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ভোট অনুষ্ঠিত হচ্ছে। এখানে ১ লাখ ৪৬ হাজার ২৩১ জন ভোটার রয়েছেন।
এদিকে, স্থগিত হওয়া কবিরহাট উপজেলা পরিষদ নির্বাচনে ৩ চেয়ারম্যান প্রার্থী, ৩ ভাইস চেয়ারম্যান ও ৩ মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে।

এতে নৌকা প্রতীকে আওয়ামী লীগের চেয়ারম্যান পদে কামরুন নাহার শিউলি এবং আনারস প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন আলাবক্স তাহের টিুট। দুজনই জয়ের ব্যাপারে আশাাবাদী।

নির্বাচন সুষ্ঠু ও অবাধের লক্ষ্যে প্রতিটি কেন্দ্রে ১ জন ম্যাজিস্ট্রেট ও ৩ জন নির্বাহী ম্যাজিট্রেটসহ পুলিশের স্ট্রাইকিং ফোর্স ১৬, বিজিবি ৮ প্লাটুন, র‌্যাবের ৬টি স্ট্রাইকিং ফোর্সসহ পুলিশ ও আনসার সদস্য মোতয়েন রয়েছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com