সাংবাদিকদের জন্য ছাত্রদল নেতার সুরক্ষাসামগ্রী উপহার
করোনাভাইরাস প্রাদুর্ভাবে রাজধানী ঢাকায় কর্মরত সাংবাদিকদের জন্য করোনা সুরক্ষাসামগ্রী উপহার দিয়েছেন ছাত্রদল নেতা এএইচএম হাসান মোরশেদ ভূঁইয়া।
ঢাকা কলেজ ছাত্রদলের এই সহ-সাংগঠনিক সম্পাদক মঙ্গলবার রাজধানীর মগবাজারের মধুবাগে এ সব হস্তান্তর করেন।
এ সময় উপস্থিত ছিলেন দৈনিক সমকালের কামরুল হাসান ও দৈনিক মানবজমিনের শাহনেওয়াজ বাবলু।
এএইচএম হাসান মোরশেদ ভূঁইয়া বলেন, সাংবাদিকরা সমাজের বিবেক। করোনার এই ভয়াবহ দুর্দিনে তাদেরকে মাঠে-ঘাটে কাজ করতে হয়। তাই তাদের সুরক্ষার বিষয়টি সবার আগে বিবেচনায় রাখতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বিএনপি বিটে কর্মরত সংবাদকর্মীদের জন্য এ উপহার দেয়া হয়েছে। আগামীতেও তার এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।