জিয়াউর রহমান বাংলাদেশের আইডেন্টিটি স্পষ্ট করেছেন: রিজভী

0

বাংলাদেশি জাতীয়তাবাদের মাধ্যমে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের আইডেন্টিটি স্পষ্ট করেছেন বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। রবিবার (৭ জুন) রাতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩৯তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত ভার্চুয়াল আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের উদ্যোগে এই সভা সঞ্চালনা করেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। এছাড়া দিনকালের সম্পাদক ড. রিজওয়ান সিদ্দীকিসহ আরও অনেকে বক্তব্য রাখেন।

এসময় রুহুল কবির রিজভী বলেন, ‘অনেকে সেনাবাহিনী থেকে রাজনীতিতে এসেছেন, রাষ্ট্রক্ষমতা দখল করেছেন। কিন্তু জিয়াউর রহমান সে পথে আসেননি। তিনি ক্ষমতায় এসেছেন সিপাহী ও জনতার স্বতঃস্ফূর্ত সম্মিলিত প্রয়াসের মাধ্যমে। এই গণভিত্তির কারণেই তিনি জনকল্যাণকে বড় করে দেখেছেন। বাংলাদেশের আইডেন্টিটি সুস্পষ্ট করেছেন, যেটা তার সবচেয়ে বড় অবদান। আর এক্ষেত্রে তার রাষ্ট্রদর্শন এনে দিয়েছেন। তিনি রাষ্ট্রদর্শনের সঠিক শিরোনাম দিয়েছেন, সেটি হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদ।’

সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী তার দলের প্রতিষ্ঠাতার বিষয়ে বলেন, ‘জিয়াউর রহমান খাদ্য নিয়ে রাজনীতি বন্ধ করেছিলেন। কৃষিতে যে অগ্রগতি আমাদের হয়েছে, তা তার শাসনামলে। খাল কেটে কৃষি খাতের মানুষকে স্বপ্ন দেখিয়েছেন।’

রিজভী আহমেদ বলেন, ‘আগে যেমন রাজনীতিকরা শুধু রবিবারে মানুষের দেখা দিতেন, কিন্তু জিয়াউর রহমান তা বন্ধ করেছেন। রাজনীতিতে সানডে পলিটিশিয়ান হওয়া যাবে না। প্রথাগত যে রাজনীতি, সেটাকে তিনি ভেঙে ফেলেছেন। অথচ তার দেশপ্রেমের জায়গাটি নিয়ে বিরোধীরা কঠোর সমালোচনা করেছেন।’

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com