তাড়াশে স্বাস্থ্য কর্মকর্তাকে মারপিট : যুবলীগ নেতা গ্রেফতার
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা হাসপাতালের স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তাসহ পাঁচজন সরকারী কর্মকর্তাকে মারপিটের মামলার প্রধান আসামি উপজেলা যুবলীগের অন্যতম সদস্য গোলাম মোস্তাফাকে (৩৫) পুলিশ গ্রেফতার করেছে।
তিনি তাড়াশ পৌর এলাকার পূর্ব পাড়ার মৃত আফাজ উদ্দিন ওরফে ভোলার ছেলে। গ্রেফতারের বিষয়টি তাড়াশ থানার ওসি মাহবুবুল আলম নিশ্চিত করেছেন।
থানা সূত্রে জানা যায়, তাড়াশ থানার অফিসার ইনচার্জ মাহবুবুল আলমের নেতৃত্বে পুলিশ উল্লাপাড়া উপজেলার গয়হাট্রা গ্রামে শনিবার (৬ জুন) রাত ৩টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।
উল্লেখ্য, গত ২৬ মে তাড়াশ উপজেলা হাসপাতালের ঠিকাদারের সরবাহকৃত খাদ্যর মান যাচাই করা নিয়ে ঠিকাদারে লোকজনের হাতেস্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা সহ পাঁচজন সরকারী কর্মকর্তা মারপিটের শিকার হন। আর ওই দিনেই উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা জামাল উদ্দিন মিঞা শোভন তাড়াশ থানায় মামলা দায়ের করেন। মামলার পর পরই আসামিরা পলাতক ছিল।
এ প্রসঙ্গে তাড়াশ থানার অফিসার ইনচার্জ মাহবুবুল আলম বলেন, আসামির রিমান্ড চেয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।