দোয়া মাহফিল ও খাবার বিতরণে পুলিশের বাধা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নিন্দা ও প্রতিবাদ

0

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রবর্তক,বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর ৩৯ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে গতকাল ৫ জুন ২০২০ ইং শুক্রবার জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে দোয়া মাহফিল ও অসহায়দের মাঝে রান্না করা খাবার বিতরণ কালে স্থানীয় পুলিশ এসে খাবার দিতে বাধা প্রদান করে এবং তাদের উপর অতর্কীত হামলায় জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবু সাঈদ জাকারিয়া উৎপল যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম রেজাসহ আরও অনেককে মারাত্মক ভাবে আহত করে অনুষ্ঠানটি পন্ড করে দেয়ার গঠনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি শফিউল বারী বাবু ও সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভুইয়া জুয়েল।

নেতৃদ্বয় বলেন, অদৃশ্য আততায়ী করোনা ভাইরাস মহামারীর মরণছোবলে বাংলাদেশসহ সারা দুনিয়ার মানুষ মৃত্যুভয়ে আতঙ্কিত। এমন পরিস্থিতিতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল দেশব্যাপী দিন আনে দিন খায় নিরন্ন মানুষের প্রতি সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, আর তখনই সরকারী আওয়ামী প্রশাসন নেতাকর্মীদের গ্রেফতারসহ বিভিন্ন কায়দায় জুলুম-নির্যাতন চালাতে হিংস্র হয়ে উঠেছে আজ তারই প্রমান। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে করোনা ভাইরাসের মহাদুর্যোগকালীন সময়ে দেশের খেটে খাওয়া গরীব মানুষদের পাশে দাঁড়ানো নয়, বরং সরকার বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনসহ বিরোধী দলগুলোর নেতাকর্মীদেরকে গ্রেফতার ও তাদের ওপর জুলুম নির্যাতন চালাতেই ব্যস্ত হয়ে পড়েছে। দেশের অসহায় মানুষের মধ্যে বিরাজমান হাহাকার অবস্থায় তাদের পাশে না দাঁড়িয়ে বরং বিরোধী দলকে নিশ্চিহ্ন করতে সরকার হিংস্রতার পথ অবলম্বন করছে। আর এ কারণেই সরকারী মদদে আইন শৃঙ্খলা বাহিনী বিরোধী দল দমনের লক্ষ্যে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের গ্রেফতার ও তাদের ওপর জুলুম নির্যাতন চালানোর অমানবিক খেলায় মেতে উঠেছে।

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কুষ্টিয়া জেলা শাখার পক্ষ থেকে দোয়া ও খাবার বিতরণ এর সময় পুলিশ দিয়ে বাধাগ্রস্ত করা বর্তমান অবৈধ সরকারের নির্যাতনেরই নিরবচ্ছিন্ন অংশ, আর এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি শফিউল বারী বাবু এবং সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভুইয়া জুয়েল।

বার্তা প্রেরক,মোঃ রফিকুল ইসলাম দফতরের দায়িত্বে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটি।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.