বাস ভাড়া বাড়ানো সম্পূর্ণ অমানবিক — মির্জা ফখরুল ইসলাম আলমগীর

0

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, পরিবহন মালিকদের স্বার্থরক্ষার জন্যেই সরকার বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। যা সম্পূর্ণ অমানবিক।

সোমবার, জুন ১, ২০২০ গুলশানে চেয়ারপারসন কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, সরকারের উদাসীনতা আর ব্যর্থতার কারণেই দেশে আজ করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করছে। দায়িত্বশীলতা নেই বলেই জনগনকে অন্ধকারে ঠেলে দিচ্ছে তারা।

মির্জা আলমগীর বলেন, গণস্বাস্থ্যের আবিষ্কৃত কিটটি এখনো পর্যন্ত সরকার অনুমোদন দেয়নি। অবশ্য ডা: জাফরুল্লাহ সাহেবের পরীক্ষার মধ্যে দিয়ে প্রমাণিত হয়েছে তার কিটটি কার্যকর ও স্বল্প খরচে এটার মাধ্যমে পরীক্ষীত। আমরা সরকারের কাছে দাবি জানাবো, জনগণের স্বার্থে কিটটি ব্যবহারের জন্য দ্রুত অনুমোদন দেয়া হোক।

এ সময় তিনি কোভিড-১৯ এ দেশের যেসকল বরেণ্য ব্যক্তি সহ যারা প্রাণ হারিয়েছে তাদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং তাদের রূহের মাগফেরাত কামনা করেন। তিনি দেশের প্রখ্যাত ব্যক্তি ডা: জাফরুল্লাহ চৌধুরী, তার স্ত্রী ও সন্তানের আশু রোগ মুক্তির কামনা করেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com